স্বপ্নগুলো ডুবছে জলে স্বপ্ন হাওয়ায় ভাসে
স্বপ্নগুলো মনের ভেতর খিলখিলিয়ে হাসে।
স্বপ্নকে কই গাইতে পারো ইচ্ছে হলে হোক
মনকে বলো হয়না যেন ভালোবাসার শোক।
আর যাবো না নদীর কূলে, তোমার ডুবোচরে
ভালোবাসা ফেলনা এখন, খেলনা হতে পারে?
তুমি তারে তাই করিলে দেখলো এ চোখ দু'টি
ভালোবাসার অভিমানে তাইতো নিলাম ছুটি।


ভাবছি বসে পাঁজর ভাঙা ব্যথার প্রতিদানে
পারতে দিতে একটুখানি প্রশান্তি এই মনে
পারতে দিতে সোহাগ স্মৃতি পারতে দিতে ফুল
পারতে দিতে ভাঙ্গিয়ে সব অতীত ভরা ভুল
চাইলে না তাই এই মনটি করছে ছুটোছুটি
তাই বলছি ভালোবাসা তোমায় দিলাম ছুটি।