নুন কেন এতো নোনা নুনের অসময়
ঝাল কেন ঝাল নয় ঝালের সময় ?
তেঁতুলের টক যদি মিষ্টির স্বাদ
কামরাঙা হলেও কি তাতে অপরাধ ?


টক আর টক নাই ঝালে নাই ঝাল
কথার টকে-ঝালে পুড়ে যায় গাল
হায়রে আকাল, বড় সত্যের আকাল!
হৃদয়ের গোলমাল অনন্তকাল।


ইঁচড়ের আঠা হয় আঠার মতন
কাঁঠালের কাঁটা সেতো  কাঁটার মতন
স্বাদ গন্ধ একই নয় জিনিস একই
নুনের স্বাদ গন্ধ নুনের মতই।


প্রিয়জন চিরকাল প্রিয়তাই পায়
মন থাকে চিরকাল মনের ছায়ায়
রাগারাগি গোলমাল হোক সে যতই
ভালোবাসো প্রিয়জনে নুনের মতই।
★★★★★★★★★★★★★★★★