মাতৃভাষা শিখতে পারিনি বলে পাখির মতো কিচিরমিচির  করতেও পারিনা
পাখিও তার মায়ের ভাষা জানে, স্বভাবও ;


ফুলেরও ভাষা আছে, আছে স্বপ্ন, আছে সাধ
জনমে জনমে ফুল কেবল শোভা আর গন্ধই বিলায় না, পায় সম্মানও ;


নদীও জানে স্রোতহীন তার লুকায় মাথা বালুকায়
সুখও একদিন দুঃখের ঘরে খাবি খায়
চাঁদও সূর্যের আলো ছাড়া অন্ধকারে ছোটে, দুর্ভাগাও ;


কী  দুর্ভাগা আমি, আমরা ! রোজ খাবি খাই
শিখিনি মায়ের ভাষা, নেই না ফুলের সুবাস, মানি না নদীর শাসন, মাখি না রৌদ্রের স্নান, চাঁদের হাসি।


তুমি যদি সুখে থাকো দুঃখ হারাও
দুঃখিত হলে, সুখ কোন ভাষায় চাও! ভাষা বোঝো?
********************************************
টুঙ্গিপাড়া,