ঢেকে রেখো মেয়ে
সংরক্ষিত অঞ্চলগুলো ঢেকে রেখো
চারদিকে কাকের শোরগোল
শুনেছি মানুষ হয়ে গেছে চরম হায়েনা
বিবর্ণ চামড়ার আস্তিনে ঝুলছে স্বাধীকার


মনে রেখো কালো কৃষক
চোখে তোমার আলকাতরার ছোপ
তুমিও অন্ধ হও
খুড়ে চলো রাসুলের সাথে খন্দক
তুমিও পাথর বাঁধো পেটে
বানের মতো ক্ষুধা  তীরের মতো যন্ত্রনা
তোমার আগামী


দেখে রেখো যুবক
দুর্বিনীত খুড়ছে অতল
লুটছে ইজ্জত দেশ মাটি জনতার
পাইনি এখনো পূর্ণাঙ্গ অধিকার


এখনো চেতনা জাগাও
গড়ে তোলো মন শিক্ষায়তন
দু'মুঠো ভাতের বিপ্লবে চূড়ান্ত বেঁচে থাকবার