প্রতিভা, তোমাকে বলি, এসো কোন একদিন।
বৃষ্টির কাদামাখা দিন আর নেই, শরৎ আকাশ।
এসো খুলে বসি তারুণ্যের নিসিদ্ধ ইস্তেহার
না হয় জ্যোৎস্না রাতে ধূপ ধুনোর গন্ধে খুলে রেখো বেদুঈন জানালা তোমার
স্মৃতি খুলে বিস্মৃতি এনো সাথে
যা কিছু রেখেছো গোপন
যা কিছু নিঠুর বাঁশির সুরে রেখেছো অতীত
সব এনে মেলে ধরো, দৃষ্টির সীমানায়
বেদনার নীল খামে যে গোলাপ শুকিয়েছিলো
ডায়েরির ভাঁজে যার আজও যত্নের অস্থির ঠাঁই
তাও এনো।


না হয় তোমার অলিন্দে বয়ে যাক মন্দ বাতাস
মনের আকাশে বাজুক এক ঠুমরী অলৌকিক
ছাতিমের ঘ্রাণে বাড়ুক তৃষ্ণার হাত
অন্তত এসো একবার, এসো জ্যোৎস্নায় ভেসে ভেসে
ফেরি করি ভোরের শালিক।
_________________________