মরা জোছনায় তার কোলে স্নান করি
পাগল করা হাসনাহেনা কিংবা ছাতিম ফুলে ডুব দেই
চিতপুরে মশাল জ্বালাই স্বপ্ন আঁকি আকাশ ছোঁবার
সেই ফাঁকে তাকে ছুঁই জোছনা ফুলে বুলাই হাত
ঠোঁটে রাখি সুখ রাত্রির ঘ্রাণ......


রাত জেগে ডাকে যেই কানাকুয়া রেলগাড়ির হুইসেল চালায় যে ঝিঝি পোকা বাতি জ্বেলে চলে যেই জোনাকি তার হই অহোরাত্রির পাহারাদার
কত দেখি পাশ দিয়ে যায় শেয়াল বাদুড় নিশাচর
দূর বাড়ি ঘেউ ঘেউ অপোষা কুকুর
আমি সেই দিনরাত্রির সংগমে ঘুম যাই
সকালের পাখি হই মেঘের দুপুর


পূজো আসে ফুল হাসে প্রতিমার মাঠ
আভরণে ঢাকি মুখ সত্য লুকাবো কোথায়
উৎসবে প্রেম নেই দয়িতার সুখ
মরা আর মারী এসে সব মনে বাড়ায়েছে শোকের অসুখ
তবু চাঁদে বাড়ি করি দিনশেষে ভরসার নদী
অশ্রুর প্লাবনে ভরে ওঠে মাঠ ঘাট বন বনানী যদি
******************************
রচনা ১১/১০/২১
টুঙ্গিপাড়া