ভয়ে আছি, খুব ভয়ে
কবির ছড়াছড়ি আমাদের
তার থেকে আরো বেশী ভুঁইফোড় সনদের
যদি বা সনদের ভারে
ভূকম্পন হয় এই গোটা কবির শহরে
সেই ভয়ে আছি, রোজ ভয়ের মধ্যে থাকি
মুখখানা বন্ধ রাখতে কেউ আবার
সনদ একখান দেবে টেবে নাকি !
ভয়ে আছি, খুব ভয়ে


বাবায় কইছিলো," কবিতা হইলো সংস্কৃতির খুঁটি
ঐতিহ্যের ধারক আর বাহক "
তার সাথে অধুনা যুক্ত হলো "সনদ"
কবিতা হোক বা না হোক, তোষামুদি করলেই মেলে
গাঁট থেকেও হয়ে যায় যথেষ্ট খরচ
ভয় হয়, ভয়ে ভয়ে থাকি
সনদের ভারে এই গোটা দেশটারে
ভইরা ফেলবে নাকি।


ভয় হয় খুব ভয় হয়
সংস্কৃতি আর থাকে নাকি যায়
হাল আমলের ব্যাপারটা তাই কয়।


কেউ জ্ঞান দেয়, শালীন হন
কবি মার্জিত হয় শান্তশিষ্ট মন
কেউ কয় কয়দিনই বা জীবন
সনদখানা গলায় নিয়ে শ্মশান অথবা কবরে যান


ভয় হয়, ভয়ে ভয়ে থাকি
কবিষদ আবার একজোট হয়ে
আমারে ঝাড়ে টাড়ে নাকি...........
★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,