মেঘময়  ছিল সেদিন
রাতের তারা ঢাকা অন্ধকারে বুকের কষ্ট চেপে বৃষ্টি এলো, খোলা আকাশ তলে ভিজে একাকার  হলেও ভিজলো না মন
পাখিরাও গাইলো কিনা প্রভাতের গান,  জানা ছিল না, বৃক্ষের নীচে পড়ে রইলো কিছু ঝরা পাতা, বৃষ্টির জলে ভেজা  
থামলেও বৃষ্টি সেই থেকে ক্রমাগত ভিজে যায় চোখের কাজল, ভিজে যায় দেহের নগর, সমস্ত আশা
অনুক্ত সকাল


ভিজে যায় জলের নীচের পরিচ্ছেদ, নাভীমূল
লোলুপ চাহনি, সুডৌল বুকের ভাঁজ
পাথর চাপা ক্লেদ দুষ্ট দহন


পথহারা ভেজা পথ ভিজে যায় চোখের তারায়
অশনি সংকেতে ভিজে যায় ভবিষ্যৎ
কত খেলা খেলবে দুরন্ত ভেজা ঘামে
আড়ালে ভেজা দরজার!


মেঘ এলো বৃষ্টি এলো ভিজে গেলো সমস্ত শরীর
মন ভিজলো না।
***************************************
টুঙ্গিপাড়া,