যাচ্ছি ভুলে যাচ্ছি
আমার শরীর বন্ধকী ঋণ সরল চক্ষু ভুলে যাচ্ছি
স্নেহের হাসি, মমতার হাত, রোদন বৃষ্টি ভুলে যাচ্ছি।


নদীর খেলা বৈশাখী ঝড় কাশের বনে শরত আকাশ
আমের বোলে ঘ্রানের বাহার কৃষির মাঠে অগ্রহায়ন
ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি --ভুলে যাচ্ছি।


ভুলে যাচ্ছি মৌমাছিদের গুনগুনানি শর্ষে ফুল আর মটরশুটি, সবুজ শ্যামল সেই পৃথিবী
ইঁদুর ধরা বাজ পাখিটা রাতের আঁধার কানাকুয়া।


গাঁয়ের হালট, দুধ মাখা ভাত, রূপশালী ধান আউশ আমন পৌষ পিঠে চৈতালি রাত ভুলে যাচ্ছি।


ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি
লাল শাড়িটায় গাঁয়ের বধু কলসি কাঁখে জলকে চলে
দুষ্ট ছেলে মুড়কি ফেলে ঘুড়ি উড়ার সারাদুপুর
ভুলে যাচ্ছি..........
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,