পথের পাশেই পথকে রেখে এসে
অন্ধকার হাতড়াতে হাতড়াতে যথেষ্ট
সময়কে দিয়েছি জলাঞ্জলী
আমি আর ও হাত ছোব না


নিঃশ্বাসে রক্ত, বাতাসে কান্নার কথা বোনা


গরমকে গরম,শীতকে আর শীত মনে হয়না
কেবল হিংসার তাপে জ্বলছে জীবন, নষ্ট সকাল
পথেই নষ্ট হয়ে যায় যুবক যুবতির


কেন এ অন্ধ পথ, অযথা! মদ,গাজা,মেয়েলোক
বিস্তর পয়সার ছড়াছড়ি, অবৈধ মৃত্যু
অথচ কষ্টে আছি আমরা ক্ষুধার সন্তাপে
নিত্য প্রয়োজনে।


সন্ত্রস্ত হবনা, বিহবল হব।


কষ্টরা দূর প্রান্তরে যাবে নির্বাসন
দুঃখেদের ঠাঁই হবে না আগামীর
পিতার জায়নামাজের আসন স্বদেশে।
******************************
টুঙ্গিপাড়া,