কিশোর বেলায় সেই কিশোরীর প্রেমে
শহরের পথ যেখানেতে গেছে থেমে
সেখানে পাথরে খোদিত ছিল যে নাম
আমি তাকে খুঁজি, খুঁজি তার বাড়ি ধাম
যাহার পরাণ বাঁধা ছিল বারোমাস
যাকে নিয়ে আজ লেখা হয় ইতিহাস।
তার কাছে কবো জীবনের ইতিকথা
কবো যত আছে হৃদয়ের আকুলতা।
যদি ফিরে পাই কিশোর বেলার গান
তাহার মনের অফুরান পরিমান।


আরেকটি নাম,  হায় মধুমতী নদী!
মায়ের মতই বয়ে যেত নিরবধি
মনে আছে শুধু ওই পারে তার বাড়ি
মকমলে মাখা ঝলমলে পরা শাড়ি।


শোনো, জানো কিনা,পাথরে খোদিত নাম
আজো বেঁচে আছে প্রিয়জন প্রিয় শাম
আজো রাত জাগে চাঁদ তারা সাথে জাগে
আজো চেয়ে থাকে যদি চেনা যায় আগে


কাউকে চিনি না কেউ আর চেনা নয়
শহরের পথ যতটা না চেনা হয়
শুধু ভুলে থাকি ভুলে রাখি ভুল স্মৃতি
অভাগা হৃদয় গায় সেই ভুল গীতি।