আধ খোলা বাতায়নে মেঘের ছায়ার ফাঁকে
খেলা করে আধ ভাঙ্গা চাঁদ
বিড়াল ছানার মত আমার শিথানে
লুটোপুটি খায় দল ছুট স্বপ্নের বাধ।


আষাঢ়ের মত্ত জলরাশি আনারকলি প্রেম
ছুটে চলে একা অবিরাম
ধ্যান মগ্ন ঋষি র মত
জলপ্রপাত ঝরে পড়ে নয়নাভিরাম।


আমার আকর হতে উত্তুঙ্গ উত্থিত অবিনাশী
দুঃখ স্রোত যুবতির ঝুলে পড়া
দীঘল কালো কেশ ক্যাসকেড।
তবুও কেনো তারে বিনুনীর ফাঁদে ফ্যালে
অনিমেষ বান মারা চোখের আবেগ।


আমি কি দেখেছি তারে দারুচিনি দ্বীপে
নারিকেল জিঞ্জিরায়,
তবুও কেন সে নিত্য দিন হেটে যায়, নিত্য সাতরায়
আমার চোখের সাগর মোহনায়?