দখিনের দুয়ার রেখেছি খুলে
বাতায়নে জেলেছি মোমের আলো
তোমার আসার খবর
দেবদুত এসে জানিয়ে গেল...।


রাতের বাতাস করে কানাকানি
পাতার নাচন গাছের ডালে
চাঁদের জ্যোৎস্নায় ভেসে গেছে নদী
উদাসি পেঁচা ঘরের চালে...।


অবশেষে তুমি এলে
দেবি আফ্রিদিতি রুপে
প্রেমের দ্বীপশিখা জেলে
অনির্বাণ অন্ধকুপে....।


কামিনির গন্ধে ভরে গেলো চারিদিক
পথের ধুলিকণা স্বপ্ন ছড়ালো রাশি রাশি
হারানো পথের ঠিকাণা খুঁজে পেলো
সহস্রাব্দব্যাপী ঘুমিয়ে থাকা মাতাল প্রেমিক.…।


হুমায়ুন শরীফ