যখন থামবে কোলাহল
দুচোখে নামবে আধার,
শূন্য খাঁচার মত
পড়ে রবে দেহটি তোমার।
নিজের নামটি অকস্মাৎ হারাবে তুমি
ডাকবে সবাই লাশ।
জামা কাপড় বিলাশ ব্যসন
হারাবে অধিকার, সব কিছুর উপর।
হয়তো সময় হবে না ইতিহাস
হয়তো মাটির মায়ায়
দু ফোটা অশ্রু ঝরাবে মেঘলা আকাশ।
অর্থ বিত্ত জমি জিরাত সন্তান স্ত্রী
কিছুই আর আপন রবে না তোমার।
ততক্ষণে তোমার
সকল শক্তির আধার (রুহ),
ছেড়ে গেছে সব মায়া মোহ।
লোভ কাম ক্রোধ ঈর্ষা
পাবেনা নাগাল তোমার দেহের দুয়ার।
পরিপাটি গৃহ অট্টালিকা
আর তুলতুলে নরম বিছানা
হয়ে যাবে পর।
কোরমা কাবাব আর
যত লোভনীয় পানীয় খাবার,
অকস্মাৎ সীমান্ত বেধে দেবে
লাল কাটা তার।
সময় যে বাধা থাকে নিয়মের বেড়াজালে
হাড়ে হাড়ে টের পাবে শূন্য খাচাটি তোমার।
তোমারে যে গোসল দেবে
শোয়াবে খাটিয়ায়,
এর পর স্বজনেরা কাঁধে করে
বয়ে নেবে আসল ঠিকানায়।
জানালা দরজা হীন
সাড়ে তিন হাত এক অন্ধকার
মাটির ঘর,
অনন্ত কাল সাথী হবে
একাকীত্বের সংসার।