তোমার মৌরসি পাট্টায় লিখে দিলাম
আজকের আধ ভাঙ্গা চাঁদ।
নিতান্তই মামুলি রসুনের ক্ষেতে
উড়ে যায় ঘাস ফড়িং এর ঝাঁক।


নিশি জাগা সাদা বক
স্বপ্ন নিয়ে বেচে থাকে
অপেক্ষায় আগামী কালের খাল পাড়,
অগভীর জলের পাশে
বসে রবে ধার্মিক প্রবর।


আগামীর আলো নাচে
তোমার উত্তরীয়’র মাঝে
চোখের ঝিলিক কিসের ইশারা দেয়
মেঘ বালিকা - বোঝে ঈশ্বর,
রাঙ্গা মূলোয় ঝাঁঝ থাকে
থাকেনা রসের খোরাক।


রাতের প্রহর শেষে ভোরের কুহেলি মেখে
একটি দোয়েল -
শীষ দিয়ে বলে যায়
ওহে দিনের আলো -
সামলে রেখ সূর্যের চামচা (পৃথিবী)কে।।