মনের ময়ুর পেখম মেলেছে
জ্যোৎস্না গিয়েছে বাড়ি,
প্রেম পিয়াসায় বুক ফেটে যায়
প্রেয়সি গিয়েছে ছাড়ি।


মনের পাপিয়া মানে না বারণ
থাকেনা আমার ঘরে,
আমার প্রেয়সি হয়েছে প্রবাসী
বার বার মনে পড়ে ...।


তার মনের বাসনা চাতুরি জানে না
পলকে হারায় মনের ঠিকানা
আসেনা আমার বাড়ি,
আমি খেয়ালের বশে মনের আকাশ
ঝলকে দেই পাড়ি।


প্রিয়া মোর, কথা কানে কানে কয়,
দূর থেকে কাছে ডাকে ইশারায়
পরে টিয়া রং শাড়ী,
তারে কোথা গেলে পাই
কোথাও সে নাই
স্মৃতি নিয়ে নাড়িচাড়ি ...।


মনের ময়ুর পেখম মেলেছে
জ্যোৎস্না গিয়েছে বাড়ি
প্রেম পিয়াসায় বুক ফেটে যায়
প্রেয়সি গিয়েছে ছাড়ি ।।