কোন রঙ্গে ভাব তরঙ্গে
বাজাও সারেঙ্গি রে মহাজন,
কোন তালে
শিশির সিক্ত ঝিলের জলে
ফোটাও শতদল।
কোন তারে বীণা বাজে
মনি হারা ফনি সাজে
সিদুর মেঘে নাচে আবাবিল
রে মহাজন।
কোন গাঙ্গে জোয়ার দিলে
ভাটার টানে পা পিছলে
চাঁদের হাসি পড়লো
নৌকার পালে
রে মহাজন।
কোন বীজে সুপ্ত ছিলে
আধার ঘরে আলো দিলে
ধরার মাঝে নামলো তারার দল
রে মহাজন,
কোন হাতে কলম দিলে
লেখার কালি কাইড়া নিলে
বুঝলামনা বুঝলামনা তোমার খেল
রে মহাজন,
তুমি জবান দিলে কিতাব দিলে
ভাষার দরজায় খিল আটিলে
দৌড়াইয়া চলিয়া গেল বেল
রে মহাজন,
তুমি কোন রঙ্গে ভাব তরঙ্গে
চালাও তুফান মেল।