আর্তি


আজও সমুদ্র তোমার অপেক্ষায় আছে
কৃষ্ণপক্ষের তৃষ্ণা নিবারণী জলের অন্ধকূপে
অপেক্ষায় আছে ক্ষুধার্থ অন্ধ অজগর।
অথচ তুমি মত্ত আছো রঙ্গের পানশালায়
গুন গুনিয়ে গাইছো ‘এ কোন মধুর শরাব দিলে আল আরবী সাকী’...।


আমার হেশেলে আজ হাড়ি চড়েনি
অথচ তুমি বিশ্ব ব্যাংকের হাল খাতায়
সাড়ম্বরে আমার নাম লিখে দিয়ে
রঙ্গীন পানীয়ের সাথে কাবাব চিবুচ্ছো...।
খোদার কসম বন্ধ করো তোমার এসব মাতলামি।
আমাকে আর কমিশনের লোভ দেখিও না।
লোভী আর মাতালের দৌরাত্বে
ঘুষের ফাইলের নীচে চাপা পড়ে আছি।


বাস্তবের পাশা খেলায় আমি
বার বার তোমাদের কাছে হেরে যাই
আর দ্রৌপদি হারায় বস্ত্র সম্ভ্রম।
আমাকে বাঁচতে দাও হে দুর্যোধন,
শকুনি মামার কুট চাল থেকে রক্ষা করো ঈশ্বর!