বন্ধু আমার কোকিল চেনে নাই
ও মন আমার,
বন্ধু আমার কোকিল চেনে নাই।
কোকিল ভেবে দিনে রাতে
কানা কুহ' র পায়ে সেবা দেয়...।
ও মন আমার,
বন্ধু আমার কোকিল চেনে নাই।।


সাক্ষাত কোকিলা আমি
বসন্তের গান গাই,
তোমার চক্ষে কানা কুহ
কোকিলের ঠাই নাই,
কোকিল মরে মর্মজ্বালায়
কানার যন্ত্রণায়...।


বন্ধু আমার কোকিল চেনে নাই
ও মন আমার
বন্ধু আমার কোকিল চেনে নাই।।


কোকিলেরই কুহু ডাকে
প্রেম পিয়াসির পিরিত জাগে,
কানা কুহ ঘোরে ফেরে তোমার আঙ্গিনায়।
তুমি কোকিল ভেবে মালা গেথে
পরাও তার গলায়/
কোকিল মরে মর্মজ্বালায়
কানার যন্ত্রণায় ...।


বন্ধু আমার কোকিল চেনে নাই
ও মন আমার,
বন্ধু আমার কোকিল চেনে নাই।।


কি করে বুঝাই তোরে
কানা কুহ ডাকে নারে
গাছের ডালে চঞ্চু ঘষে
কন্ঠে যে সুর নাই/
সময় থাকতে বুঝলি নারে
কোকিল আছে কি যন্ত্রণায়।


বন্ধু আমার কোকিল চেনে নাই
ও মন আমার
বন্ধু আমার কোকিল চেনে নাই।।


হুমায়ুন শরীফ
প্রকাশকাল : ০৩ আগষ্ট, ২০১৮