বোশেখের তপ্ত অপরাহ্নে
কাল কালবোশেখি মনে
প্রেমের ঝড় বৃষ্টি নামে,
ভালোবাসা জাগে
কোকিলের কুহু তানে...।


আষাঢ়ে ঘন দেয়া সুরে
দু চোখে বিরহের প্লাবন নামে,
ভেসে যায় মেঘ,
ভেঙ্গে পড়ে দুঃখ
তারা দের গানে ....।


শরতের শিশির ভেজা রাতে
হাতে হাত রেখে
চেয়ে থাকি সুদুর গগণে,
মন নাচে তা তা থৈ থৈ
চাদ চেয়ে থাকে
আমার উঠানে...।


হেমন্তের বিষন্ন বিকেল
করুন রাগিনি গায়
ঝরা পাতাদের গানে,
তবুও নবান্নের ঘ্রাণ
ঈষত দোলা দিয়ে যায়
কৃষকের প্রাণে ...।


শীতের বারতা
ঘুম নিয়ে ঘোরে
রাতের নির্জনে,
তোমার মনের ব্যাকুল বাসনা
প্রেম নিশি জাগে
আমার সুখের পরশ বিহনে ...।