অতনু অন্ধকারে
তুমি সব কিছু ইশ্বরের চোখ দিয়ে দেখতে পাও,
একথা বোলনা আমায়… ।
কারণ ইশ্বর তোমার দৃষ্টিসীমা
সীমাবদ্ধ করে দিয়েছেন,
একট নির্দিষ্ট ওয়েভলেংত্থ এর কম বা বেশি
তুমি দেখতে পাও না… ।


যেমন তুমি শুনতে পাওনা
নির্দিষ্ট ডেসিবেলের কম বা বেশী,
একইভাবে তোমার জিহ্বার স্বাদও
ইশ্বর নির্দিষ্ট করে দিয়েছেন
তুমি যদি বিজ্ঞান বিশ্বাস কর, তবে
এটা তোমাকে মানতেই হবে… ।


তাহলে এত অহংকার কিসের তোমার?
যা দেখ তার বাইরে অনেক কিছু হয়, হচ্ছে
যা গায়েবী বলে তোমাকে মানতেই হবে… ।
তুমি শুধু চর্ম চক্ষে যা কিছু দেখবে
তাই বিশ্বাস করবে,
যা তোমার অগোচরে হচ্ছে তা মানবেনা
তা তো হয় না … ।


হে অবিশ্বাসীগন,
তোমরা সময় থাকতে ইশ্বরে বিশ্বাস আন,
না হলে পস্তাবে জেনে রেখ বিলক্ষণ…… ।।