বৃষ্টিরে তুই রং ধনু হ
আমার সাধের ঘর।
আমার আকাশ রাঙিয়ে দিবি,
রঙ্গের খেলায় মন হারাবি
টালির ছাদে উড়ছে যেন হাজার কবুতর।।


বৃষ্টিরে তুই রঙ্গের মেলায়
গাদা ফুলের ঘর।
ভালবাসায় রং ধরাবি,
জনম জনম সুখ ছড়াবি
ছাতার নীচে ব্যাঙের ছাতা, মায়ার সংসার
যেন সুখের কারাগার।।


বৃষ্টিরে তুই জ্যোছনা রাতে
গহীন নদীর চর।
পোকায় কাটা হৃদয় ছবি,
ভাঙ্গা মনের নষ্ট দাবী
মেঘের উপর উড়ছে যেন বিরহীর অন্তর,
জলে ভাসা পানকৌড়ির সংসার।।


বৃষ্টিরে তুই অচিন গায়ের
পাখ পাখালির ঘর।
একলা মনের দমকা হাওয়ায়, ঝরিস ঝর ঝর
ভালবাসার মাতাল ঘুড়ি উড়াস নিরন্তর।
মাঞ্জা দিয়ে হাওয়ার সুতোয়,
নাটাই হাতে মুচকি হাসে বিশ্ব মাতব্বর।।


বৃষ্টিরে তুই রং ধনু হ
আমার সাধের ঘর।।