চা বাগানের কালো কন্যা
ছিপছিপে গড়ন
হাসিতে মুক্তা ঝরে
বুকে ঢেউয়ের আলোড়ন।


চপলা কন্যার মাথায়
কালো দীঘল চুল
কালো তাহার গায়ের বরণ
খোঁপায় বনফুল।


আহ্বলাদি হরিণী চলা
কালো তাহার আঁখী
কালো তাহার ভ্রু যুগল
বনের কালো পাখী।


কন্যা আমার কালো কোকিল
কালো দীঘির জল
ভরা কলস কাঁখে চলে
ছলাৎ ছলাৎ ছল।


বনের পথে কন্যার সাথে
নিত্য দেখা হয়
চকিত চাহনীতে যেনো
অনেক কথা কয়।


একদিন সকালে শুনি
সানাই এর সুরে
কন্যা যায় স্বামীর বাড়ি
বনের রাস্তা ধরে।


যেতে যেতে মায়াবী কন্যা
বারেক ফিরে চায়
অসহায় তার শুন্য দৃষ্টি
আমারে কাঁদায়।।