খেলা ধুলা শেষে সায়াহ্নে গৃহে ফিরি
চোখে স্বপ্ন থাকে মনে আশা
সঙ্গ দোষে রঙ্গরসে সময় যে কখন
হয়ে গেছে শেষ রাখি না খবর।
শিয়রে মৃত্যু দূত দেখে
লুকোতে চাই নিজের ভিতর, পারি না
কেউ এগিয়ে আসে না হাত বাড়িয়ে,
নিশ্বাস আটকে আসে।
মুহূর্তে আগুনের হল্কার মত
গরম বায়ু র সাথে, কেউ যেন
রুহ্টা শেষ নিঃশ্বাসের সাথে
বের করে নিয়ে যায়,
দেহটা শুধু পড়ে থাকে।
রুহ্টা পৃথিবীকে বাই বাই দিয়ে চলে যায়
মৃত্যু দুতের সাথে অনন্তের পথে।
দেহ থেকে রুহের এই যে চির বিচ্ছেদ
এটাকেই আমরা মৃত্যু বলি…