অশান্ত সময়ের ঘরে
জোনাকিরা আলো জ্বেলে রেখে
কারুকার্য্য একে যায়,
অপসৃয়মান সুখেদের
মিলন মেলায় ভৈরবি সুরে
কোন সে বাউল গান গেয়ে যায়?


আমাদের রাত্রিগুলো
কেন আর স্বপ্ন আঁকে না?
আমরা সবাই,
দিনের আলোর অপেক্ষায় থাকি
দিনের আলো আমাদের স্বপ্ন আঁকে….।


স্বপ্নের তারে আল্পনা আঁকে
বৈরী সময়ের ঘর…,
অথচ শরতের কুয়াশা ভেজা রাতে
কি সুখে পত্র পল্লবে শোভিত বৃক্ষগুলো
কুয়াশার চাদর মুড়ি দিয়ে থাকে…।


বৈরী সময়ের প্ররোচনায়
রাতের আঁধারে চাঁদ যদি
আত্মহত্যা করে বসে...!
তবে কত কাব্য
লাইব্রেরী থেকে চলে যাবে
স্মৃতির পাতায়,
কত কবির কলম স্তম্ভিত বিস্ময়ে
কুকড়ে যাবে ব্যাথায়...।


ওগো শুকতারা
তুমি কি তখন জোনাকিদের সাথে
মিলে মিশে কারুকার্য আঁকবে
আমাদের জানালায়?


আমরা আশায় বুক বেধে আছি
আমাদের রাত্রিগুলোও
দিনের মত স্বপ্ন আঁকুক
অশান্ত সময়ের ঘরে...।।।