আমার কবিতাখানি
অন্ধকারের গায়ে লিখে রেখ,
কেউ যেন না পায় হদিস।


পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কালে
পুণ্যাত্মারা নিজেদের আলোয়,
যদি অন্ধকারে খুঁজে পায়
আমার কবিতাখানি...


ক্ষণিক বুলিয়ে নেবে চোখের পরশ।


এর পর ইচ্ছে হলে,
নিজহাতে লিখে দেবে অটোগ্রাফ।


কে যেন কবে এক ফুৎকারে
পৃথিবীর বুকে,
এঁকে দিয়েছিল আমার পদচিহ্ন।
এরপর বলেছিল হাট......

সেই থেকে হেটে গেছি
মাঠ ঘাট প্রান্তর,
লক্ষ্য কি ছিল জানিনা কিছুই...।


একদিন হঠাৎ দেখি পথ হয়ে গেছে শেষ।


একদিন, এতদিন আমিও ছিলাম, এই চরাচরে
চিরায়ত পৃথিবীর শেষ নিঃশ্বাসে,
বার বার আউড়ে যাব বিশ্বাসের বাণী...
কেউ যেন লিখ না আমার এফিটাফ।