সীমান্তের কাটাতারে
ঝুলে থাকে ফেলানীর লাশ
ঝুলে থাকে স্বাধীনতা,
ডুকরে কেঁদে ওঠে আর্ত মানবতা
ফুসে ওঠে দেশ।  


বাপ তার আজও বিচারের আশায়
এপার ওপার ছোটে...
অথচ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে
থেকে যায় রেশ,
সেই সাথে ঝুলে পড়ে
বিচারপতির শ্বেত শুভ্র কেশ।  


কি বা এমন বয়স হয়েছিলো তার?
কি এমন গুরুতর অপরাধ করেছিলো সে"
সেকথা জানার আগেই,
ঘাতকের বুলেট বিদীর্ণ করে কচি বুক।  


মায়ের শুস্ক চোখ আজ মরুভুমি
নেই সেথা এক বিন্দু জল;
জীবনের কোলাহল থেমে গেছে
নেই আর একবিন্দু সুখ।


ভারতীয় সিমান্ত রক্ষী কতৃক সীমান্তের কাটাতারে ১৫/১৬ বছরের ফেলানি কে গুলি করে ঝুলিয়ে দেয়া হয়েছিলো কয়েক বছর আগে...তার পিতা মাতা আজও বিচার পায়নি। বি এস এফ এর বিশেষ আদালত ঘাতককে খালাস দিলেও উচ্চাদালতে এখনো বিচার ঝুলে আছে।