শাপলা দীঘির কাছে
ঘাই মৃগ আসিয়াছে
করিবেনা জলপান
তা কি হয়?


শাপলা দীঘির ঘর
ঘোর কলি অন্ধকার,
তোমার কৃতকর্মের ভাগ
কৃষ্ণ লীলা র দাগ,
কারা যেনো একে দিল
ললাট চন্দনে তোমার।


ফুলের বিছানা দেখে
পরকিয়া রং মেখে
মেটালে মনের সুখ
ভুলে স্বজনের মুখ
ভুলে গেলে দ্বায়িত্ব তোমার...।।