একজন গুম হওয়া সাংবাদিকের ৫২ দিনের গুম হওয়ার গল্প তার নিজের জবাণীতে ইউটিউবে শোনা কাহিনী আবলম্বনে


তোমরা স্বীকার করো আর না করো
কৃষকের লাঙ্গলের ফলায় চমকায়
ঘুমন্ত সভ্যতার আতসবাজি ...,
শ্রমিকের রক্ত ঘামে অংকুরিত হয়
উন্নয়নের বীজ...,
অথচ আন্তর্জাতিক পুরষ্কারে ভুষিত হও তুমি।


তোমার চোখে চোখ রাখলেই দেখি শ্বাপদের লক লকে জিহ্বা
অথচ গণতন্ত্র নামের সোনার হরিণটাই
মুকুট সহ দিয়েছিলাম তোমার হাতে
বিনিময়ে তুমি আমাকে কি দিলে?
৫২ দিনের পিঠমোড়া হ্যান্ডকাফ
আর অন্ধকার প্রকোষ্ঠের ঘুলঘুলি ছাড়া
আর কিছু মনে নেই আমার।
খাবার নামে যা খাইয়েছ তা
কাদা মাটি ছাড়া আর কিছু মনে হয় নি...।
কারণ আমার চোখ দুটিও ছিল বাধা।


তবুও তোমরা ইতিহাসে রয়ে যাবে? এতই সহজ!
আমাদের ঘৃণারা পৃথিবীর শেষ রক্ত বিন্দু পর্যন্ত
তোমাদের প্রেতাত্মার পিছু নেবে
চেতনা বলে আর কিছু খুজে পাবে না তখন।