গুরু চোখ মুদিয়া সব শুনিয়া
চোখ খুলিয়া কইলো
এইডা কি কিছু হইলো?


গুরু চোখ দিয়া ইশারা দিল
শিষ্য নিমেষে হাওয়া করিলো
চোখের পলক পড়ার আগেই
মুছিল নাম নিশানা।


চোখ মুদিয়া কইলো গুরু
আমি যে জন্ম কানা।


চোখ থাকিতেও অন্ধ যারা
এসব তাদেরই টালবাহানা
তাদের ঘরেই খুইজা দেখ
আজব চোরের কারখানা।


হায় দুনিয়া দিকদারি
চোরের বাজার চাঙ্গা ভারি
চামচা চেলা সঙ্গে করি
সবাই গুরুর গুণগান গাইলো।


গুরু চোখ মুদিয়া সব শুনিয়া
চোখ খুলিয়া কইলো
এইডা কি কিছু হইলো?