সংস্কারের মোহে আজো
ভুলে আছি দিন।
বহু বছর কেটে গেলো
মনের সবুজ পাতা
বিবর্ণ মলিন।


বয়:সন্ধির কুহেলিকা পেরিয়ে
জীবনের খোঁজ আজ কাগজের নৌকা,
মাঝি তার অকুল পাথারে দাঁড় বায়।
দুরের আকাশ খোজে জীবনের চাকা।


সংস্কারের সাগরে উদ্ধত প্রহেলিকা দাউ দাউ জ্বলে
সংস্কার সংস্কার বলে চিৎকার করে রক্তের দ্রোহ,
অথচ এন্টার্কটিকার নীচে চাপা পড়া প্রাচীন নগরীর মত
সংস্কারের বালিশ যেন নির্মোহ নিরোর বাঁশি হয়ে রোমের আকাশে চেপে বসে থাকে।


আর আমরা চেয়ে থাকি কবে আসবে সেই শ্বানিত ঈগলের ঝাঁক,
আর ছিন্ন ভিন্ন বালিশের খাঁজ থেকে বের হবে গুচ্ছ গুচ্ছ সংস্কারের ফুলকি।