আমি তোমার ইচ্ছে ঘুড়ির
নাটাই হতে চাইনি
ঝিলের জলে তোমার ছায়া
হাজার খুঁজেও পাইনি।


তুমি সুতো কেটে আমায় নিয়ে
খেললে কত খেলা
ভেবে ভেবেই গড়িয়ে গেলো
সকাল সন্ধ্যাবেলা,
তোমার আকাশ
আমার আকাশ হয় নি
তোমার ভুবন রঙ্গীন হলেও
আমার রং বদলায়নি।


তুমি ছিলে আমার মনের
রং ধনু রং দীঘি
প্রেমের খেলায় জ্বালিয়ে ছিলে
আগুন ধিকি ধিকি।
সে আগুনে তুমি ঢেলেছ ঘি
আমি তো বাধা দিই নি
জ্বলে পুড়ে আজ অঙ্গার আমি
মনের নাগাল পাইনি
আমি ইচ্ছে ঘুড়ির নাটাই হতে চাইনি…।


হুমায়ুন শরীফ