তিনি যদি আয়ু দেন মানবেরে হাজার বছর
শোষক লুটবে আরো, শোষিত রা লুটাবে
গড়াগড়ি খেয়ে পথের ধুলোর উপর।
ভ্রষ্টাচার করবে রাজ,
ন্যায় নীতি হবে না কি দেশান্তর?
তখনো কি তুমি তারে বলবে উচিত বিচার?


তিনি যদি করে দেন সব পাপ ক্ষমা
পৃথিবীটা ভরে যাবে পাপাচারে,
থাকবেনা অত্যাচারের সীমা।
বিচার কোথায় পাবে নিহতের স্বজনেরা,
ধর্ষিতার আর্তনাদ যার যার বুকে আছে জমা?
বঞ্চিতের দীর্ঘশ্বাস, আহতের কষ্ট যন্ত্রণা?


তিনি যদি বলে দেন পরকাল শান্তিতে ভরা
দোজখের আগুন নেই, পুড়বেনা পাপাচারী
বিচার হবে না কারো,
থাকবেনা কোন দুঃখ জ্বরা...।
এটা কি বিচার হলো - কেমন ঈশ্বর তুমি?
কি কারণে পাপাচারী থাকবে অধরা?


ঈশ্বর তোমার চেয়ে বহু গুন জ্ঞানী
প্রশ্ন বিনা মেনে নাও তিনি অন্তর্যামী।
কিছু বিচার হবে পৃথিবীর পরে, কিছু অন্ধকার কবরে,
পাপীর চুড়ান্ত বিচার করবেন তিনি একদিন,
রোজ কেয়ামতের পরে, রোজ হাসরে,
মিজানের পাল্লা ধরে, পাপ পুণ্যের সুক্ষ হিসেব করে।
নীপিড়িতের আশা হবে না বিলীন।।


-- আশাকরি তিনি হিটলারকে ৬০ লক্ষ বার পোড়াবেন যেহেতু হিটলার ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছিলো।