যে ফুল ফুটে ঝরে গেছে
তাকে ভেবে আর কি হবে বলো?
তার ঘ্রাণ মিশে আছে
বাতাসের কোণায় কোণায়...।


যে বৃষ্টি ঝরে গেছে
তাকে আর কে মনে রাখবে বলো?
সেতো মিলিয়ে গেছে
শ্রাবণের অঝোর ধারায়...।


যে চাঁদ জ্যোৎস্না বিলিয়ে গেছে
সে যদি আবার ফিরে আসে
তাকে নিয়ে ভেব,
যে মেঘ ছায়া হয়ে আছে মাথার উপর
তাকে নিয়ে ভেব,
যে মায়া মনের ভেতর
ভালবাসা হয়ে ফোটে
তাকে নিয়ে ভেব...।


মনে রেখ প্রেমহীন ভালবাসা
আর সুতোহীন ঘুড়ি,
পায় না দিনের দিশা
পায়না মনের নোঙ্গর…।