কবিতা নিয়ে কত জনা কলম সাধে
জীবন মৃত্যু নিয়ে সাধে কয়জনা?
মৃত্যু নিয়ে কত ভাবনা আসে
তবু জীবন থেমে থাকে না...।


জীবন মানে মৃত্যুর বনে
উদোম গায়ে হাটা;
জীবন মানে সময়ের হাটে
মৃত্যুর ভয়ে থাকা...।


জীবন মানে বাসে ট্রেনে প্লেনে
মৃত্যুর ছায়া দেখা;
জীবন মানে চতুর হায়েনা
সামনে পেছনে হাটা...।


জীবন মানে ছুরির ভয়ে
সবকিছু দিয়ে দেওয়া;
জীবন মানে চাঁদাবাজের ভয়ে
পিলে চমকে যাওয়া ...।


জীবন মানে প্রাণ হাতে নিয়ে
মীরপুর রোডে ঢোকা;
জীবন মানে ট্রাফিক জ্যামে
বেদম আটকে থাকা...।

জীবন মানে ঘুষের জন্য
ফাইল আটকে থাকা;
জীবন মানে হতাশার সুর
খুব কাছ থেকে দেখা...।


জীবন মানে জীবন তবু
আশায় আশায় থাকা;
জীবনের তরে জীবন শুধু
জীবন বিকিয়ে দেওয়া ...।


জীবন মানে মরনের ঘাটে
আশার তরি বাওয়া;
জীবন মানে মৃত্যুর সাথে
যুদ্ধ করে যাওয়া...।


জীবন মানে সুখের জন্য
মাতাল হাওয়ায় ভাসা
জীবন মানে পিঠে পিঠ রেখে
রমনা পার্কে বসা...।


জীবন মানে মায়ের খুশী
বোনের মমতা মায়া
ভাইএর চোখের আশার ঝিলিক
বাবার হাজার দোয়া...।


জীবন মানে কোকিলের কুহু
দোয়েলের শীষ শোনা
জীবন মানে সুখের জন্য
স্বপ্নের বীজ বোনা...।।