একদা
রেলে তে ...
কালো বিড়াল খুঁজব
নির্মূল করব,
হেঁকে ডেকে ঘোষণা দিল
আমাদের সুর দা।


যেতে যেতে কিছুদিন
একদিন
মধ্য রাতে...এ...এ...,
সুর দা'র ছোট ছা
বস্তায় ভরে নিয়ে বখরা
যাচ্ছিল সুরদা'র বাড়ীতে,
কোথা থেকে কি যে হলো
ধরা খেলো গাড়িতে।
চারিদিকে হৈ চৈ
কিরে একি হলো রে!
বস্তায় এত টাকা
কোথা থেকে এলো রে?


মিডিয়ার চাপাচাপি
সুরদা'র কাঁপা কাঁপি
কি যে দেবে ব্যাখ্যা
কিছুতেই সুরদা
পেল না যে রক্ষা।
আম (গদি) গেলো ছালা গেলো
দাদা গেলো রসাতল,
দেশবাসী বুঝে নিল
বখরা র বস্তা ই
সুরদা'র কালো বেড়াল।।


এরকম সুর দা
কত আসে কত যায়
হাকে ডাকে বৈশাখে
ভাদ্রেই ধরা খায় ...।
সুর দা রা যুগে যুগে
হয়ে রয় ইতিহাস
তুমুল হাস্য রসে
কেটে যায় বার মাস।।