ক্ষূধার রাজ্য কিম্ভূত কিমাকার
সাধ্য কি তার অর্বাচীন থার্মোমিটার,
মাপে বুদ্ধিনাশা ক্ষোভের পারদ।


দুচোখে ঠিকরে পড়ে আনবিক বোমা
নাঙ্গা তলোয়ার হাতে রাজ পথে,
নেমে যায় মনের আকর হতে
উৎক্ষিপ্ত উত্তপ্ত লাভাস্রোত।


হৃদয় উগরে দেয় মায়া মহব্বত
আর ভালবাসা টাসা,
দুর্গন্ধ বমির মত,


টগবগ করেে মস্তিস্ক,
পদতলে ফেলে পেষে
ভুড়ীওয়ালা, আর নধর কান্তি দেহ
শোষক শাসক।


ওরা এটা বিলক্ষণ জানে বলেই
নেশার আফিমের মত
একবেলা আধাপেটা খাইয়ে
ঠান্ডা রাখে আমাদের।