তোমার পাশে শুয়ে  
কেটে গেছে কতনা মায়াবি বন্ধ্যা রাত,  
তবু তোমায় ছুঁয়ে দেখিনি।
রাজ্যের অভিমানগুলো
বৃষ্টির ধারা হয়ে নেমে গেছে
তোমার কপোল বেয়ে,
তবু তোমায় ছুঁয়ে দেখিনি।  


এতটা উদাসিন এই আমি
কি করে হলেম?
তোমার বন্ধ্যা রাত কর্পুরের ঝাঁঝ হয়ে
বিপুল রুদ্র রোষে
উড়ে যায় দুর নীলিমায়,
রাতের একলা জাগা শেয়াল
সাক্ষী থাকে তার ...,
তবু তোমায় ছুঁয়ে দেখিনা ... ।


তোমার শিয়রে চিরকুট রেখে যায়
রাতের বাউরি বাতাস,
হাস্না হেনার ঝোপে
খেলা করে জোনাকির আলো,
তবু তোমায় ছুঁয়ে দেখিনা...।
কালের করাল গ্রাসে
হারিয়ে যায় কত কিছু
প্রেম তবু কেন হারায় না ?


তোমার পাশে শুয়ে থাকি
আদি থেকে অনন্ত কাল,
তবু তোমায় ছুঁয়ে দেখিনা
দেখতে পারিনা...।।


কবরের চিঠি - হুমায়ুন শরীফ
প্রকাশকাল জুলাই ০৫, ২০১৮
অটোয়া কানাডা