জীবন একটা একাকী সফর
পার হয়ে যাই কত বালুচর
কত ঘাস বন কত বনফুল
কত বেড়ি বাধ কত নদী কূল


পায়ে দলি কত ভোরের শিশির
কত পাখী গায় কিচিরমিচির
পাহাড় বনানী সাগর মোহিনী
কত জনপদ কত মরুভূমি


কত সখা সখি কত না মধুর
স্মৃতি রেখে যাই বেদনা বিধুর
কত কলরব কত হাক ডাক
কলমি কমল লতা পাতা শাক


কত কলি ফোটে কত ঝরে যায়
কত জন এসে সালাম জানায়
কত ফুল হেটে পায়ে দলে যাই
কত পান করি কত খাই দাই


শূন্য হাতে এসেছি সবাই
কি কথা ছিলো তাও ভুলে যাই
দিনের শেষে ফুরোবে সময়
চলে যাব দুরে তারার মেলায়


রেখে যাব শুধু ভালবাসা
প্রভু পূর্ণ কর এই আশা।