বল দাও মোরে বল দাও বলে,
বুড়ো বলদের দুচোখের অশ্রুর সাথে
গান্ধীজির অহিংস সংগ্রামের তুলনা
নিম গাছে আপেল ধরার সুখ স্বপ্ন...।


মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা
বর্ণবাদকে হলুদ জামা পরিয়ে,
'যেমন কুকুর তেমন মুগুর' বলে
কাহারবা তালে এস্রাজে সুর তুলেছিলেন!
তাতে রঙ্গীন চশমা ওয়ালাদের মসনদ
কেঁপে গিয়েছিল বলেই
মানবতা মুচকি হেসেছিল...!  


এর পরেও, মানবতা ও বর্ণবাদ আজও
ফিনিক্স পাখীর মত টম জেরী খেলে।


ম্যায় হাল আমলের দালাই লামার
শান্তি শান্তি চিৎকার,
গেরুয়া রং এর পোশাকের আড়ালে
মিয়ানমারে রক্তের হোলি খেলে।


বিশ্ব আজ পরা শক্তিধর
দাতাল বুনো শুয়োরের খোয়াড়,
শুনেছি ওদের দাত উঠলে, ধার পরীক্ষায়
বাপের পাছায় প্রথম কামড়টা দেয়...!  
তবে এক্ষেত্রে বাপের পরিচয় না থাকায়
ওরা একে অপরের দিকে,
দাত মুখ খিচিয়ে তেড়ে যায়...!


আর ওদের মহড়া দেখে শুনে,
" ও আমার হইয়ে গিয়েছে" বলে
শুশিল আর মানবতাবাদিরা শুয়ে থাকে
নরোম তুলতুলে বিছানায়।।


মাটি তুমি আর কতকাল এসব অনাচার
চেয়ে চেয়ে দেখবে বলো?