আমার সখী তোমার
বাসাইলের ঘাটে,
তোমার পাখি আমার
আতাইকুলার হাটে।


টানাটানির সংসারে
শুধুই মারে পিছুটান,
টোনাটুনির ভাঙ্গা ঘরে
চাঁদের আলোর বিচরণ।


সখী তোমার পাখির তরে
মন কেমন উচাটন,
নদির ঘাটে গঞ্জের হাটে
নাদের মাঝি র আস্ফালন।


ভবের হাটে মন পবনের নাও ছোটে
তালের গাছে হাড়ি বাধে মন
আইক্কা ওয়লা বাঁশে হেটে
তালের গাছের মাথায় উঠে
রসিক করে রসের আস্বাদন।


তোমার জোটে না যে কলসি দড়ি
পীরিতের পিতলের নুড়ি
যমুনায় করে অবগাহন
আবার শাখের করাতে কাটে
নিলাজ রাধার তনু মন।


পীরিতের পবনের নাও
ভাঙ্গা হাটে বাইয়া যাও
আসিবে আসিবে সখী
শেষ হবে অপেক্ষার ক্ষণ।।