তোমার মনের ঘরের সিদ কাটিতে
গিয়েছিলেম কুঞ্জবনে,
তুমি ঘুমিয়ে ছিলে জ্যোৎস্না রাতে
ফুল পাখী আর তারার সনে...।


মন পবনের পানশি নিয়ে
ছলাত ছলাত ঢেউ এর টানে,
প্রেমের বৈঠা চালিয়ে দিয়ে
ঢেউ জাগালেম তোমার মনে...।


তুমি চোখ মেলিয়ে দেখলে চেয়ে
শিহরণে কাঁপলো হিয়া,
মনের ভেতর গুন গুনিয়ে
উঠলো গেয়ে সবুজ টিয়া...।


প্রজাপতি মেললো পাখা
রঙ্গীন হোল চোখের তারা,
ভালবাসার রঙের কাজল
ভিজলো সুখে তন্দ্রাহারা...।


সুখ পাখীটা সুখের আশায়
বাঁধলো বাসা মনের খাঁচায়,
ভালোবেসে বাঁধলে হিয়া
মন হারালো ভালবাসায় ...।।