নির্যাতিত সময়ের হাল ধরে বসে থাকি,
অথচ পানির লাগাম নিয়ে খেলা করো তুমি।
আমি যে ইতিহাসের পাতায় আলেক্সান্ডার হতে চাই
তবে কেন আমার বিজয়ের যাত্রা পথে রেখে দাও আধারের সেলামি?


আমিতো সূর্যের সাথে খেলতে যাব না...।
প্রস্ফুটিত গোলাপের বাগানে কাটা হয়ে দেখতে পারো
অনাচারের শেকল ভেঙ্গে রুদ্রের বিজয় নিশান নিয়ে অনায়াসে টপকে যাব চীনের প্রাচীর।


আমি যদি আঁধারের প্লাবন এড়িয়ে যাই
তোমার আবেগ আর হাতড়ে পাবেনা
সোমনাথের  সোনা মন্দির।


আলেক্সান্ডার ও আলেক্সান্ডার তুমি তো ইতিহাসের বীর, অথচ কি নিদারুণ আবলীলায় কচুকাটা করো অপ্রস্তুত শত্রু শিবির?


কালে কালে বিজয়ীরাই সময়ের ইতিহাস লেখে
না হলে দাউদকান্দির গাদ্দার পীর
কিভাবে হয়ে যায় চেতনার বীর?