তোপের আগুনে ঝলসে যায় যে জন্ম
তারে কি কয় নষ্ট জন্ম?
নষ্ট জন্মের দাগা তোপে
আগ্নেয়গিরি খুলে দেয় জ্বালা মুখ
সন্তর্পণে সরিসৃপের দল
ভেসে আসে তপ্ত লাভা বেয়ে।


আমার উঠোনে ঘাসের দল
বেজন্মা শকুনীর চিৎকারে
কেঁপে ওঠে অজানা আশঙ্কায়।
আমার কথা বলার অধিকার
কেড়ে নিতে চায় কারা ওরা?
আবার কি তবে ৭১ ফিরে আসে?


তবে কেন শুনি হায়েনার ক্রুর হাসি
কেন তবে গণতন্ত্রের টুটি
চেপে ধরে রাতের আধার?
নরম ভোটের শরীরে বলৎকার শেষে
হায়েনার দল অশুভ বীর্যে ভরে দেয় ব্যালট বাক্স?
অত:পর উদ্বাহু নৃত্য শেষে বিজয়োৎসব সেরে
অকুণ্ঠ ডুবে যায় লুটে র খেলায়?