কাঁঠালের মাছি দের মত
নস্টদের উত্থান আর ৪৭ বছরের
অনাচারের ভারে ভারাক্রান্ত জন্মভূমির ক্রন্দন,
তিমির অমানিশায় ক্ষুধার্ত
শকুনি ছানার কান্না একাকার হয়ে যায়।
দেবদারু গাছ ক্রমাগত সিগন্যাল দিয়ে গেল .,
প্রপিতামহের দেয়া সোনার মুকুট
আজ খেলাপী ঋণের পাহাড়।
সিনাই উপত্যকার মত ছিনতাই
হয়ে গেলো ভবিষ্যত।।


অথচ তোমরা দেবদারুর সিগন্যাল গুলো
ধরতে ই পারলে না।
এখন কাঙ্গালের মত
রাস্তার ধারে দাঁড়িয়ে,
ওদের বানানো চোখ ধাঁধানো অট্টালিকা,
ঝকঝকে গাড়ি, আর চকচকে শরীরে
তোমাদের ভবিষ্যত খোঁজ।।


এখন চোখ বুজলেই দেখ অনাচার
ভবিষ্যতের টুটি চাপে ধরে আছে .,
আর কাশ্মীর, মিয়ানমার
প্যালেস্টাইন, সিরিয়া এমন কি
পৃথিবীর ফুসফুস আমাজানের মত
জন্মভূমিও ব্যথায় কাতরে যাচ্ছে ।।


অনাচারমুক্ত স্বাধীন দেশের স্বপ্ন নিয়ে
যারা জীবন বিলিয়ে গেলো,
স্বৈরাচার নিপাত যাক বলে
প্রবল দ্রোহে যে যুবকে দিয়ে গেলো প্রাণ .,
তাদের কাছে জবাব দেয়ার
আর কি বা রইলো তোমাদের?