জীবনের ইতিবৃত্ত
খোলস ছাড়া বিম্বিত প্রতিবিম্ব,
ঘুরপাক খায় কেন্দ্র ছন্নছাড়া
জীবন নদী স্রোত হারা গতি হারা...।
গোছানো জীবন স্বপ্ন ই থেকে যায়
পাহাড় ঘুমায় দূর আকাশের গায় ...।


দূরে আরো দূরে
কুয়াশা ভেজা রাতের অন্ধকারে,
শিশির মেখে শিউলি রা ঝরে যায়...।
নিশি জাগা আশা দিগন্ত লাল করে
ভোরের সূর্য আনমনে উঁকি দেয়...।
ওঠো পথিক জেগে ওঠো জোরে শোরে
অনেকটা পথ, .. যেতে হবে বহু দুরে...।