পলকে যে মন ছোটে
লক্ষ মাইল বার বার
মাটির ইন্জিনে তারে
বান্ধে কোন কারিগর
এ তার কেমন নিঠুর খেলা
আমি ভেবে না পাই সারা বেলা।


ইন্জিনে মন মিশায়ে
ইগনিশনে চাবি মেরে
হরেক রঙের হাওয়া ভরে
চাবি খানা খুলে নিয়ে
ভব পারে ছাড়ে গাড়ি তেল ছাড়া।
,
মন চলে হাওয়ার বেগে
স্বপ্ন দেখে জেগে জেগে
মাটির ইন্জিন বলে
আমি আর পারছি নারে
একটু দাড়া একটু দাড়া... ।


আলের ওপাশের ঘাস
সবুজ কেনো বারমাস
ভেবে ভেবে মন হয় উতলা
ভাব যমুনা জলে ভরা
মনের বাগান শুকিয়ে খরা
সেচ বিনে আবাদ নিস্ফলা।


আলোর দেখা না পেয়ে
মন ইন্জিনে মরচে ধরে
হাওয়ার গাড়ি চলে নারে
অন্ধকারে ঘোরে ফেরে,
দিন ফুরালে সন্ধ্যা হলে
রিমোট কন্ট্রোলে
তুলে নেয় গাড়ি কারিগরে।


পলকে যে মন ছোটে
লক্ষ মাইল বার বার
মাটির ইন্জিনে তারে
বান্ধে কোন কারিগর
এ তার কেমন নিঠুর খেলা
আমি ভেবে না পাই সারা বেলা...।


হুমায়ুন শরীফ