শুন্যে বসে এক ণিমেষে
এক মহা কারিগর
যতনে গড়েছেন
এই মায়ার সংসার।


প্রেম কারিগর ইন্জিনীয়ার
প্রেমের খেলায় নাই জুড়ি তার
চাবি রেখে দমের পুতুল
ছেড়ে দেয় এই আজব সংসারে,
দম ফুরালে সন্ধ্যা হলে
পুতুল ফেরে সীমানার ওপারে।


শুন্যে বসে এক ণিমেষে
এক মহা কারিগর
যতনে গড়েছেন
এই মায়ার সংসার।


বন্দি হয়ে মায়ার জালে
পড়ি যে শয়তানের ছলে
জাল কাটিবার মন্ত্র না পাই
পাই না উদ্ধার।


শুন্যে বসে এক ণিমেষে
এক মহা কারিগর
যতনে গড়েছেন
এই মায়ার সংসার।


প্রেম কারিগর দয়ার সাগর
মায়ার খেলা খেলো না আর
আলোর দিশা দেখাও এবার,
মন্ত্র দিয়ে জাল কেটে দাও
ঘুচাও অন্ধকার।


শুন্যে বসে এক ণিমেষে
এক মহা কারিগর
যতনে গড়েছেন
এই মায়ার সংসার।