এক


আমি পথের পথিক পথেই চলি
জানি না তো পথের সীমানা
পথের মাঝে পথ হারিয়ে
পথেই খুঁজি পথের ঠিকাণা… ।


দুই


দোয়েল আমার একলা দোয়েল
একলা চাঁদের আলো
সুর সোহাগে কন্ঠ সাধে
ফুটলে ভোরের আলো.…


তিন


রোদ মাখা শরতে জীবনের পরতে
তোমাকে হারিয়েছিলাম
রাতজাগা ছবি হয়ে বিরহের কবি হয়ে
কবিতার পিছে ছুটলাম.…


চার


আমি অঙ্গার জ্বলে ছাই হব
দেব আগুনের উত্তাপ
সে আগুনে তুমি পুড়িয়ে নিও
ব্যার্থতা গ্লানি পাপ ....