এখনো ওখান দিয়ে গেলে তোমায় মনে পড়ে,
তোমার ও কি?
পৌষের মহিষ বাথানে জাবর কাটে স্মৃতির ঝাঁক
জল সিঞ্চনে যৌবন পায় ময়নামতির ঘাস।
বাথানের মহিষের পিঠে সাওয়ার হয়ে
শালিকগুলো স্মৃতি ঠোকরায়, ঠিক আমারই মত।


পুরানো দিনের মত এখনো শালিকের ঝাঁক
কিচিরমিচির মিচির ঝগড়া করে
নিত্য সন্ধ্যা আবীর মাখে, রংধনু রং
আবেশ ছড়ায় শালিকের মনে।
এখনো কুমারির আলতা পরা পা শিশির মাখে,
ময়নামতির ঘাস রঞ্জিত হয়
শীতের সকালে।


এখনো ওখান দিয়ে বাড়ি ফিরি,
ফিরে পাই অতীত, যেখানে ছিলে তুমি
অনেকটা পথ জুড়ে, আজ ও যেখানে
তটচি্হ্ন আছে শুধু নাই পথ।
পথের ধারের বরই গাছটিও আর নেই,
নদী তারে ধুয়ে নিয়ে গেছে।
সময় অতীত নিয়ে ভাবে না, আমি ভাবি ...।
যেখানেই আছো ভালো থেকো।।